সারাদেশ

ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সদরপুরে মানববন্ধন

শিমুল তালুকদার, সদরপুর থেকে
ফরিদপুরের সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর–৪ আসনের  পুরোনো সংসদীয় আসনটির সীমানা পুনর্বহালের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত এক ঘন্টা ব্যাপী সদরপুর উপজেলা পরিষদের সামনের সড়কে সদরপুর-চরভদ্রাসন সংসদীয় আসন (ফরিদপুর–৪) পুনরুদ্ধার কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন) সংসদীয় আসন পুনরুদ্ধার কমিটির সদস্য সচিব মোঃ আখতার উজ্জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী শাহ আলম রেজা, সদরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান দুলাল, ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ও এডভোকেট শাওন সহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত মাঝখানে ১৯৭৯ সাল ছাড়া প্রতিটি সংসদীয় নির্বাচনে সদরপুর ও চরভদ্রাসন নিয়ে ফরিদপুর-৪ সংসদীয় আসন বহাল ছিল। তবে ২০০৮–এর সংসদীয় নির্বাচনের আগে প্রশাসনিক ও ভৌগোলিক অখণ্ডতা উপেক্ষা করে শুধু জনসংখ্যাকে গুরুত্ব দেওয়ার নামে ভাঙ্গা উপজেলাকে  যুক্ত করে ফরিদপুর–৪ আসনটি (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) নিয়ে নতুন করে সীমানা বিন্যাস করা হয়। এতে এই অঞ্চলের মানুষের ভৌগোলিক ও আর্থসামাজিক অবস্থার অপূরণীয় ক্ষতি হয়েছে। ২০২৪ সালের ১৯ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশিন, নির্বাচন কমিশন সচিব,জেলা প্রশাসক ও জেলা প্রধান নির্বাচন কমিশন বরাবর এই দাবীর পক্ষে আবেদন পত্র জমা দেওয়া হয়। উল্লেখ্য ২০০৮ সাল হতে প্রতিটি জাতীয় নির্বাচনের পুর্বে  আমরা নির্বাচন কমিশন বরাবর যৌক্তিক কারন সহ দাবিটি পেশ করি। কিন্ত নির্বাচন কমিশন শুনানীতে ডাকলেও তা বাস্তবায়িত হয়নি। তাই দ্রুত সদরপুর ও চরভদ্রাসন নিয়ে আগের মতো ফরিদপুর-৪ সংসদীয় আসনটি পুনর্বহালের দাবি জানান বক্তারা। তারা আরো বলেন,  এ দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং