সারাদেশ

শ্যামনগরে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে ঋণদানকারী প্রতিষ্ঠানের সভা

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সোমবার(১০ মার্চ) সকালে মুন্সিগঞ্জ টাইগার পয়েন্টে শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে ঋণদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উত্তরণের আয়োজনে প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় উপজেলার সুন্দরবনসংলগ্ন গাবুরা, কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জের অভিভাবকদের অংশগ্রহণে মতবিনিময়সভায় জাতীয় শিশু নীতি, জাতীয় শিশু শ্রম নিরসন নীতি, ঝুঁকিপূর্ণ শিশুশ্রম হ্রাস করা, শ্রমজীবির সংখ্যা, বিভিন্ন প্রতিষ্ঠানের ঋণদান বা গ্রহণ নিয়মাবলী, শিশুদের উপবৃত্তি প্রাপ্তি সহ অন্যান্য বিষয়ে অতিথির বক্তব্য রাখেন এনজিএফের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম, স্থানীয় গ্রামীণ ব্যাংক ম্যানেজার আলী হোসাইন, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, ব্রতির ম্যানেজার সাইফুর রহমান, ব্রাক ম্যানেজার শশাঙ্ক শেখর দাস, উত্তরণ কর্মকর্তা আমিনুর রহমান, মাসুদ রানা প্রমুখ।

বক্তারা বলেন এলাকার শিশুরা ইটভাটা, ওয়েলডিং কারখানা, নির্মাণ কাজ সহ অন্যান্য কাজের সাথে যুক্ত হচ্ছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং