ফেনীর লেমুয়ায় বালু উত্তোলনকালে চারজনের কারাদন্ড।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ দুপুরে ফেনী সদরের দক্ষিণ লেমুয়ায় কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ৪ জন ব্যক্তিকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মো:খুরশীদ আলম,পিতা-মো: ফারুক আহং,দেলোয়ার হোসেন মেম্বারের বাড়ী,ওয়ার্ড- ০৬,লেমুয়া ও মনজুর আলম,পিতা-আবু তাহের,দক্ষিণ লেমুয়া,১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম,পিতা:হাফেজ উল্লাহ,নূর ইসলাম সওদাগর বাড়ি,লেমুয়া ও নূর হোসেন রুবেল,পিতা: নুরুল আলম,উত্তর গোবিন্দপুর,ফেনী সদর।অবৈধ বালু খেকোদোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফেনী জেলা প্রশাসক।