সারাদেশ

আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নওগাঁ প্রতিনিধিঃ
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” প্রতিপাদ্যে নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ)উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অন্যদের মধ্যে ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, এসএম মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউদ্দিন আহম্মেদ, কৃষি অফিসার প্রসেনজিত তালুকদার, প্রতিবন্ধী অফিসার পিএম কামরুজ্জামান, শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, বিএনপি নেতা নাদিম হোসেন, নিয়ামত আলী বাবু প্রমুখ বক্তব্য দেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,