পিরোজপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

সোমবার দপুর ১২ টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাবেশে রুপ নেয়।
এ সময় ধর্ষকদের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা প্রতীকী ফাঁসির আয়োজন করে। সেখানে সাধারণ ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন, শাহনেওয়াজ অভি, ফাহাদ শিকদার ওপি, লুলু আল মারজান, লিমন শাহরিয়ার, মাশরুক ইমন, ইমরান শেখ। এছাড়াও তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেয়।
এসময় শিক্ষার্থীরা বলেন, প্রতিবাদ করা না পর্যন্ত ধর্ষকদের কেন বিচার শুরু হয় না? মানুষের শরীরের কোন একটা অঙ্গ প্রতঙ্গ কাটলে মানুষটা যেমন ছটফট করে ঠিক সেই ছটফটানি নিয়ে আমারা এখানে এসেছি। আছিয়া ধর্ষন কিংবা এর আগে তনু হত্যা, নুসরাতকে পুড়িয়ে মারা এসব পরপর ঘটে এসেছে কিন্তু দোষীদের বিচার হচ্ছে না।