সারাদেশ

নেত্রকোণার দুর্গাপুরে খামারের পাহারাদার হত্যা ও গরু চুরি: যুবদলের এক বহিষ্কৃত নেতা সহ ৩ জন গ্রেপ্তার। 

মোঃ রেজাউল ইসলাম রানা
সংবাদ প্রতিনিধি, নেত্রকোণা সদর।
নেত্রকোণা জেলার দুর্গাপুরে এক খামারের পাহারাদারকে হত্যা এবং ৭টি গরু চুরির ঘটনায় পুলিশের অভিযানে যুবদলের এক বহিষ্কৃত নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়ে নিশ্চিত করা হয়।
পুলিশ সুপার ”মীর্জা সায়েম মাহমুদ” তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, দুর্গাপুরের ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের সদস্যসচিব আব্দুল আউয়াল (৩২), রামবাড়ি গ্রামের শাহাব উদ্দিনের ছেলে দোলন মিয়া (২৮) এবং মহর আলীর ছেলে আব্দুল মান্নান (৪২)।
এদিকে, ৭ মার্চ দুর্গাপুর উপজেলা যুবদল এর পক্ষ থেকে ইউসুফ খান ও এস.এম কাইয়ুম এক বিজ্ঞপ্তিতে জানায়, আব্দুল আউয়ালকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তির সাহায্যে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে, খামারের পাহারাদার জয়নাল উদ্দিন কে শ্বাসরোধে হত্যা করে ৬ থেকে ৭ সদস্যের একটি দল। হত্যাকাণ্ডের পর তারা খামারের ৭টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। এই ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে পুলিশ জানিয়েছে, এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এদিকে, গত ৫ ই মার্চ রাতে ককৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে খালেক আহমেদ শফিকের খামারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,