সারাদেশ

কুমিল্লায় র‌্যাবের অভিযানে অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার 

হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লার সদর দক্ষিণে র‌্যাবের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ মো. আরমান হোসেন (২৬) নামে এক যুবককে গ্রেফতার
 করা হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলার চৌয়ারা ইউনিয়নের উলুরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
 কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২-এর অধিনায়ক মাহমুদুল হাসান বিকেল পৌনে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত আরমান হোসেন উলুরচর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
র‌্যাব অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গোপন সূত্রের ভিত্তিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার উলুরচর গ্রামে একটি বিশেষ অভিযান চালিয়ে আরমান হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি পাইপ গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান হোসেন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন।
 এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‌্যাব কর্মকর্তা জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,