সারাদেশ

বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত..

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ১২ মার্চ বুধবার বেলা তিনটায় নগরীর কাজীর দেউড়িস্থ সেনা কল্যাণ কনভেনশন হল রুমে দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ কে নিয়ে এক মতবিনয় সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে, চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দীনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাংগঠনিক দলনেতা চট্টগ্রাম বিভাগ অ্যাডভোকেট আহমেদ আজম খান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আমরা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় বিভাগীয় সাংগঠনিক সফর করছি। নির্বাচনকে সামনে রেখে একটি দল ফ্যাসিবাদের দোসরদের নিয়ে নির্বাচন করতে তাদের ক্ষমা করার কথা বলছে। তাদের প্রতি আহ্বান থাকবে এমন কোন দায়িত্বহীন বক্তব্য দিবেন না যাতে জাতীয় ঐক্য বিনষ্ট হয় আগামী দিনের গণতন্ত্রের যাত্রা বিনষ্ট হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং