Uncategorized সারাদেশ

হাজীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বজ্রপাতে মো. সাহাব উদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার লাউকোরা গ্রামের পশ্চিম মাঠে ধান কাটার সময় এই ঘটনা ঘটে।

নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার ৮নম্বর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড লাউকোরা গ্রামের মৃত এরাশাদ হোসেনের ছেলে।

দুপুরে বজ্রপাত ও বৃষ্টি শুরু হলে শ্রমিকরা দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেয়। কিন্তু সাহাব উদ্দিন পিছনে পড়ে গেলে হঠাৎ করে বজ্রপাত ঘটে।

এ সময় বজ্রপাতে সাহাব উদ্দিন মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বজ্রপাতের কারণে মৃত্যুবরণ করেছেন। ঘটনাস্থল পুলিশ পরির্দশন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,