শিক্ষাঙ্গন

ইবি শিক্ষার্থীকে বাসে মারধর ও হেনস্থায় ইবি ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ 

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়া থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ফেরার পথে জনি পরিবহনের একটি বাসে অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় ছাত্রীকে মারধর ও হেনস্তা করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

 

মঙ্গলবার (১৫ জুলাই) আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন যৌথ বিবৃতিতে জানান , “একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এই বর্বর ও লজ্জাজনক আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ভাড়া নিয়ে কথা বলায় একজন শিক্ষার্থীর গায়ে হাত তোলা এবং প্রকাশ্যে হেনস্তা করার ঘটনা শুধু মানবতাবিরোধী নয়, তা নারীর প্রতি চরম অসম্মানও বটে।”

 

তারা এই ঘটনার দ্রুত তদন্ত ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানোর পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে খুলনা-কুষ্টিয়া পরিবহন মালিক সমিতির সঙ্গে আলোচনার মাধ্যমে সকল শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান।

 

বিবৃতিতে তারা আরো উল্লেখ করেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল দৃঢ়ভাবে  শিক্ষার্থীদের মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায়  সর্বদা সোচ্চার এবং ভবিষ্যতেও থাকবে।

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর