ইসলাম মানুষের কল্যাণের জন্য কাজ করতে শেখায়, খেলাফত মজলিসের নির্বাহী সভায় সাদিক সালীম
																																		ছাতক প্রতিনিধি: ইসলামী রাজনীতি মূলত মানুষের কল্যাণের সঙ্গে সম্পর্কিত। এই কল্যাণ যদি সেখানে না থাকে, তাহলে তাকে ইসলাম রাজনীতি হিসেবে স্বীকৃতি দেয় না। আর ইসলামী রাজনীতির মূলনীতি রয়েছে। সে মূলনীতি হচ্ছে, কোরআন ও হাদিস থেকে, অর্থাৎ অবশ্যই রাসূল (সা.)-এর জীবনী থেকে নির্দেশনা নিতে হবে। নির্দেশনা আমার নিজের তৈরি করা হলে চলবে না। আল্লাহ এবং রাসূল (সা.) এখানে কী নির্দেশনা দিয়েছেন, সেটি গ্রহণ করতে হবে। ১৪ মে বুধবার বেলা ২টায় বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার নির্বাহী ও মতবিনিময় সভায় বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সদস্য মাওলানা সাদিক সালীম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উপজেলা সভাপতি মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলমাছ উদ্দীনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কবির আহমদ,বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক পৌরশাখার সভাপতি মাওলানা ইসলাম উদ্দীন, সহসভাপতি মাওলানা মুহিবুর রহমান উসমান, খেলাফত ছাত্র মজলিস হবিগঞ্জ জেলার সাবেক সভাপতি মাওলানা নুর উদ্দীন, শাহ পরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ, তেলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ হোসাইন আহমদ।
        
                        
                        
                            
