শিক্ষাঙ্গন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজের উদ্বোধন

মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে “Islamic University, Bangladesh (ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ)” নামে একটি অফিসিয়াল ফেসবুক পেজ উদ্বোধন করেছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১টায় প্রশাসন ভবনের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ পেজ উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইসিটি সেলের সহকারী পরিচালক অধ্যাপক ড. মো. শরিফুল ইসলাম এবং তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মো. সাহেদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এসময় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শাহাজাহান আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে পরিচালিত বিভিন্ন অননুমোদিত পেজ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বন্ধের চেষ্টা করা হলেও কারিগরি কারণে তা সম্ভব হয়নি। এজন্য আমরা বিশ্ববিদ্যালয়ের এই অফিসিয়াল পেজ চালু করেছি। এখান থেকে নিয়মিতভাবে তথ্য হালনাগাদ করা হবে। ফলে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা এই পেজ অনুসরণ করলে স্বাভাবিকভাবেই অন্যান্য পেজের প্রভাব কমে যাবে। পাশাপাশি আমরা আজই একটি নোটিশ জারি করবো যেন অন্য পেজগুলো দ্রুত বন্ধ করা হয়।”

 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আমরা আজ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য অফিসিয়াল ফেসবুক পেজ চালু করেছি। এ পেজকে বিশ্ববিদ্যালয়ের একমাত্র অথেন্টিক পেজ হিসেবে গ্রহণ করতে সবাইকে অনুরোধ করছি। ভবিষ্যতে আমাদের অনুমোদিত পেজ ছাড়া কেউ বিশ্ববিদ্যালয়ের নামে ফেসবুক পেজ পরিচালনা করলে সিন্ডিকেটের সিদ্ধান্তক্রমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর