উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব এর অবসরোত্তর ছুটিতে বিদায় সংবর্ধনা

ফারিয়াজ ফাহিম
জামালপুর
জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব এর অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (বুধবার) সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদ মিলনায়তনে শিক্ষক সংসদের উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশীদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম, বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেব এর জীবনসঙ্গী অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব প্রদীপ কুমার সাহা, রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোস্তফা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জুলফিকার আলী, দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ জাহিদ আনোয়ার সহ অন্যান্য অতিথি বৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয়। এরপর বিদায়ী উপাধ্যাক্ষের স্মৃতিচারনে একটি স্বল্প পরিসরের জীবনালেখ্য প্রদর্শন করা হয় যা অনুষ্ঠানের পরিবেশকে স্নিগ্ধ ও হৃদয়স্পর্শী করে তোলে।
এরপর বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর খেলনা রানী দেবকে শিক্ষক সংসদের ও বিভিন্ন বিভাগের পক্ষ থেকে ফুলেল শুভেচছাসহ সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
বিদায় সংবর্ধনায় কলেজের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ বিদায়ী উপাধ্যাক্ষকে নিয়ে তাদের স্মৃতি, অভিজ্ঞতা এবং অবদানের কথা উল্লেখ করেন।।