ককই বড়গাছায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের হেলথ চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত

সাকিল ইসলাম,জেলা প্রতিনিধি নীলফামারী ।
নীলফামারীর ককই বড়গাছা, লক্ষীচাপ এলাকায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এক স্বাস্থ্য পরীক্ষা (হেলথ চেক-আপ) ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে এলাকার শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টি পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। স্থানীয় শিশুদের সুস্থতা নিশ্চিত করা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করাই ছিল এ ক্যাম্পের মূল উদ্দেশ্য। আয়োজকরা জানান, শিশুদের পুষ্টির ঘাটতি, সাধারণ রোগ প্রতিরোধ এবং অভিভাবকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
হেলথ চেক-আপ ক্যাম্পে রোগীদের স্বাস্থ্যসেবা দেন ডা. মোঃ আব্দুল আউয়াল, যিনি বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নীলফামারীতে কর্মরত আছেন। তিনি শিশুদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নির্ণয় করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।এসময় আরও স্বাস্থ্যসেবা প্রদান করেন ডা. মো: নাজমুল হোসেন নিলয়, ডা. মো: রবিউল ইসলাম।
স্থানীয় বাসিন্দারা এমন উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। বিশেষ করে দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছে বলে জানান তারা। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের এক কর্মকর্তা জানান, “শিশুদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং তাদের সুস্থ রাখার জন্য আমরা ধারাবাহিকভাবে এ ধরনের ক্যাম্প আয়োজন করছি।
ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।” এ ধরনের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম পরিচালনার ফলে স্থানীয় শিশুদের পুষ্টিহীনতা কমবে এবং তারা আরও সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।