কুমিল্লা কারাগারে জুতার ভেতরে গাঁজা পাচারের চেষ্টায়,স্বজনের ঠাঁই শ্রীঘরে

হাবিবুর রহমান মুন্না।।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক হাজতির জন্য জুতার ভেতরে বিশেষভাবে লুকানো গাঁজা সরবরাহের চেষ্টা চালানোর সময় ধরা পড়েছেন এক দর্শনার্থী। অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে কারা হেফাজতে রয়েছেন।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
কারা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকার জোলমত মিয়ার ছেলে শান্ত কারাগারে আটক হাজতি (বন্দি নং- ৪০০১/২৪) মোতালেব হোসেনের জন্য ১ জোড়া চামড়ার জুতা ও কিছু পোশাক নিয়ে কারা ক্যান্টিনে আসেন। সেগুলো তিনি দায়িত্বরত কারারক্ষী (নং-২২৪১৮) মোঃ মাসুদের কাছে হস্তান্তর করেন।
জুতার গঠন দেখে কারারক্ষীর সন্দেহ হলে তিনি সহকর্মী কারারক্ষী (নং-২৩০৫৬) মোঃ সানিকে বিষয়টি দেখান। পরে শান্তকে রিজার্ভ গার্ডে নিয়ে গিয়ে জুতার নিচের সোল খুললে সাদা পলিথিনে মোড়ানো তিনটি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিনিয়র জেল সুপার আরও জানান, দর্শনার্থী শান্তকে আটক করে রিজার্ভ গার্ডে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।