গাজায় ফিলিস্তিলীদের উপর হামলার প্রতিবাদে জামালপুরে ছাত্রদলের মানববন্ধন

- গাজায় নিরীহ ফিলিস্তিলী জনগণরে উপর নির্বিচারে ইসরায়েলি বাহিনির হামলা ও গণহত্যার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ(মঙ্গলবার) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল এই র্কমসূচির আয়োজন করে।
দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রঙ্গনে মানববন্ধনটি অনুষ্ঠতি হয়।
সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহব্বায়ক এস এম বোরহান উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রাকিবের সঞ্চলনায় বক্তব্য রাখেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন অর রশিদ, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ সিদ্দিক, সাবেক কলেজ ছাত্রদলের আহব্বায়ক ইকরামুল হক মানিক, শহর ছাত্রদলের আহব্বায়ক সরোয়ার হোসেন স্বপন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক রফিকুল ইসলাম রুবেলসহ অন্যানরা।
এই সময় বক্তারা বলেন মুসলমানরা যদি জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ব না হয় তাহলে ইসরায়লের বিরুদ্বে যুদ্ধে বিজয়ি হওয়া সম্ভব নয়। তাই তারা বিশ্বের মুসলিম দেশ গুলোকে আহ্বান জানান জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ব হতে তবেই তারা ইসরায়িলের মতো কঠিন শক্তির সামনে দাড়াতে পারবে এবং ইসরায়েলি যে পণ্য গুলো রয়েছে সেই পণ্য গুলোকে বয়কট করতে কারণ ইসরায়িল এই বিক্রত পণ্যের অর্থ দ্বারা অর্থনীতিতে সমৃদ্ব হয়ে সেই অর্থ দিয়ে অস্ত্র কিনে মুসলমানদের বুকে গুলি চালাচ্ছে।।