সারাদেশ

চট্টগ্রামে হাজীর বিরিয়ানিতে দুর্গন্ধযুক্ত মাংস, লাখ টাকা জরিমানা

আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)

আজ মঙ্গলবার, ৮ এপ্রিল, চট্টগ্রাম মহানগরীর নিউমার্কেট এলাকায় হাজী বিরিয়ানি হাউজকে
পচাগলা দুর্গন্ধযুক্ত মাংস ও মেয়াদহীন বোরহানির বোতল সংরক্ষণ করার দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই ছাড়া এবিপি নামের রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রং ব্যবহারের কারণে ৬ হাজার টাকা জরিমানা, হোটেল হান্নান আল ফয়েজ এন্ড রেস্তোরাঁয় খাদ্য দ্রব্যে তেলাপোকার উপস্থিতির কারণে ২০ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ বোরহানি বিক্রির কারণে হাজী নান্না বিরিয়ানি হাউসকে ৩ হাজার টাকাসহ এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান  এবং মাহমুদা আক্তার

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,