জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের বার্ষিক স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত

গাজীপুরের মাজুখান-এ ২১ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে জনকল্যাণ স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৫।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। উদ্বোধক হিসেবে ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান, সভাপতি, সুমায়রা রা. মহিলা সমাজসেবা, মাজুখান, রতনপুর, গাজীপুর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, মাজুখান সরকারি প্রাথমিক বিদ্যালয়। সংস্থার সমন্বয়কের দায়িত্ব পালন করেন জনাব মোঃ নজরুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট, ওয়ান্ডার হাই টেক ইঞ্জিনিয়ারিং লিঃ।
এতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবৃন্দ, যাদের মধ্যে ছিলেন জনাব মোঃ আবু ইউসুফ খান, মোঃ আবু সায়েম, মোঃ মতিয়ার রহমান, মোঃ জুয়েল পালোয়ান, মোঃ মুরাদ হোসেন, মোঃ সোলায়মান, এবং নীরঞ্জন চন্দ্র দাস।
এই মিলন মেলায় প্রায় ১৫টি স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে। তারা স্বেচ্ছায় রক্তদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেদের সম্পৃক্ততার কথা জানান।
অনুষ্ঠানের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিল খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। আয়োজকরা বলেন, রক্তদান কার্যক্রমকে আরও সম্প্রসারিত করতে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলন মেলার আয়োজন করবেন।