সারাদেশ

জয়পুরহাটে সরকারি পুকুর সংস্কারের অনুমতি নিয়ে চলছে রমরমা মাটি বিক্রির ব্যবসা

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের কালাই উপজেলায় সরকারি পুকুর সংস্কারের অনুমতি নিয়ে বেশকিছুদিন ধরে চলছিল অবৈধ মাটি বিক্রির কার্যক্রম। অবশেষে অভিযোগের ভিত্তিতে মাঠে নামে প্রশাসন। অভিযান চালিয়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফতেকার রহমান। একই সঙ্গে জব্দ করা হয়েছে মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের মাদারপুর ও বামন গ্রামে সরেজমিন অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ ছিল, মাদারপুর গ্রামের নাজেবুর রহমান সুইট ও বামন গ্রামের মনোয়ার হোসেন সরকারি পুকুর সংস্কারের নাম করে খননকৃত মাটি বিক্রি করে আসছিলেন।

অভিযানে গিয়ে দেখা যায়, সংস্কারের আড়ালে পুকুর থেকে বিপুল পরিমাণ মাটি কেটে বাইরে বিক্রি করা হচ্ছে। এর প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিকভাবে খনন কাজ বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

স্থানীয় সূত্র জানায়, সরকারি পুকুর লিজ নিয়ে সংস্কারের অনুমতি থাকলেও একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই সুযোগ কাজে লাগিয়ে মাটি ব্যবসা চালিয়ে আসছিল। এতে একদিকে যেমন পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে, অন্যদিকে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছিল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন,
“সরকারি পুকুর সংস্কারের অনুমতি নিয়ে মাটি বিক্রি করা সম্পূর্ণ বেআইনি। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে গেলেও মাটি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক্টর ও দুটি ব্যাটারি জব্দ করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।”

প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় স্বস্তি ফিরলেও দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,