রাজনীতি সারাদেশ

জামালপুর ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ অনুষ্ঠিত

প্রতিনিধি
জামালপুর

গতকাল,শুক্রবার (১৮ জুলাই) বিকালে নান্দিনা পূর্ব বাজার মডেল একাডেমী মাঠে জামালপুর সদর উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ সমাবেশ অনুষ্ঠিত হয় ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর শাখার উপজেলা শাখার সভাপতি মোঃ হামিদুর রহমানের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়েব মুফতী সৈয়দ মুহাম্মাদ ফজলুর করীম।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে ও আগে স্থানীয় নির্বাচন তারপর জাতীয় নির্বাচন চাই বাংলাদেশের মানুষ।
এই দেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির পরিবর্তন হয় নাই , এ ও চুর বি ও চুর, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা কিন্তু নৌকা চালাতে পারে না,যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তার কিন্তু কেউ ধান কাটতে পারে না, যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা কিন্তু লাঙ্গল চালাতে পারে না। কিন্তু সবাই হাত পাখা চালাতে পারে এবং বুকে থাকে একটি বার আমাদের সুযোগ দিয়ে দেখতে পারেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী,ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা ডা, সৈয়দ ইউনুস আহমদ, সভাপতি মুফতী মোস্তুফা কামাল, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজীসগ প্রমূখ।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,