সারাদেশ

জামালপুরে বাসের ধাক্কায় আটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় বাসে আগুন

প্রতিনিধি
জামালপুর

জামালপুরে বাসের ধাক্কায় আটোরিকশার একজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

এ ঘটনায় পর বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।রোববার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর এলাকা এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রোববার সকালে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শরিফপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। এ সময় বিক্ষুব্দ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,