নওগাঁয় যুবকের পথরোধ করে টাকা ছিনতাই

তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর চকগোবিন্দ হাজির আমবাগান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড গামী রাস্তায় যুবকের পথ রোধ করে দুই লক্ষ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ ছিনতাই এর ঘটনাটি ঘটে চকগোবিন্দ হাজির আমবাগান থেকে বালু ডাঙ্গা বাস স্ট্যান্ড যাবি রাস্তার উপর। ছিনতাইয়ের শিকার হওয়া যুবক চকগোবিন্দ হাজিরা আম বাগানের বাবুর ছেলে বিদ্যুৎ জানান, আমি সকাল সাড়ে আটটার দিকে দোকানের ক্যাশ ২ লক্ষ টাকা নিয়ে দোকানের দেখে যাচ্ছিলাম। পথিমধ্যে আমি হাজির আমবাগান পার হয়ে বট গাছের নিচে রাস্তার পাশে যেখানে ডিপ মেশিন বসানো আছে সেখানে রাস্তার উপরে পৌঁছলে হাতে দেশীয় অস্ত্র হাসুয়া, ছোরা,চাকু এবং লোহার রড নিয়ে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১২ জন ছিনতাইকারী আমার পথ রোধ করে আমাকে টেনে হিঁচড়ে পাশে ধান ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে তাদের হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে এলপাথারি জখম করে আবার কাছে থাকা দুই লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায়। কিছুটা দূরে ধান খেতে কাজ করা দুজন ব্যক্তি দেখতে পেয়ে তারা ছুটে এসে আমাকে উদ্ধার করে। আমি এখন হাসপাতালে চিকিৎসাধীন আছি। ছিনতাইকারী কাউকে চিনতে পেরেছেন কিনা এমন প্রশ্ন করলে ছিনতাইয়ের স্বীকার হওয়া যুবক বিদ্যুৎ বলেন, তাদের একজনকে আমি চিনতে পেরেছি সে বালু ডাঙ্গা বাস স্ট্যান্ডে সম্ভবত একটি হার্ডওয়ারের দোকানে কাজ করে। আর বাকিগুলোকে আমি দেখলে চিনতে পারবো তবে তাদের নাম আমি জানিনা। এ বিষয়ে নওগাঁ সদর থানায় কথা বললে নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, ছিনতাইয়ের বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তবে চুরির ছিনতাই ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম রোধে আমাদের পুলিশ কাজ করছে এবং রাস্তায় টহল জোরদার করা হয়েছে।