নওগাঁয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন
জুলাই ১১, ২০২৫
0
Comments
56 Views
তৌফিক তাপস, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেল ৪ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে মহাদেবপুর সদরে পাঁচহাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর সমাপ্ত করা হয়।
বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
মহাদেবপুর উপজেলা কৃষকদলের সভাপতি সুলতান মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কৃষক দলের আহবায়ক মুমিনুল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ দুলু, মহাদেবপুর উপজেলার কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।