লাইফস্টাইল

পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

মো: ইব্রাহীম খলীল, পাথরঘাটা।

সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা কর্তৃক বরগুনার পাথরঘাটা থানাধীন রায়হানপুর মিয়া বাড়ি সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা (মূল্য প্রায় ৪৫ হাজার টাকা) ও নগদ ২ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় উপজেলার রায়হানপুর ইউনিয়নের যুবদল নেতা ইব্রাহিম খলিল ও নাজমুল হাসান নয়ন এর সহযোগিতায় মাদকসহ দুইজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড সদস্যরা।
তথ্য নিশ্চিত করেছেন, কোস্ট গার্ড এর মিডিয়া কর্মকর্তা, লেফটেন্যান্ট (বিএন) মোঃ আবুল কাশেম।

আটককৃতরা হলেন—
পার্শ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার হোতখালি এলাকার বিরু তালুকদারের ছেলে মো: নিলয় তালুকদার (২১) ও পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের জাকির সিকদারের ছেলে মো: সাকিব সিকদার (২৪)।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রায়হানপুর ইউনিয়ন যুবদল নেতা ইব্রাহিম খলিল বলেন,
“মাদক একটি সমাজ ধ্বংসকারী ব্যাধি। আমরা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানাই। তবে একই সঙ্গে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়, সে বিষয়েও সবাইকে সজাগ থাকতে হবে। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে এ অভিশাপ দূর করা সম্ভব হবে, এছাড়াও সমাজকে মাদকমুক্ত রাখতে যেখানেই এমন তথ্য পাওয়া যাবে সেখানেই আমরা উপস্থিত হয়ে রুখে দেয়ার চেষ্টা করবে।”

কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি লাইফস্টাইল সারাদেশ

বিএনপি নেতা আবুল কালাম এর মুক্তিতে উচ্ছ্বসিত এলাকাবাসী

  ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতা আবুল কালাম আজাদ (গদি কালাম) দীর্ঘ ১১ দিন জেল হাজতে থাকার পরে
লাইফস্টাইল সারাদেশ

পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ইব্রাহীম খলীল, পাথরঘাটা। বরগুনার পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খানের বদলির আদেশ প্রত্যাহার ও কর্মস্থলে পুনর্বহালের দাবিতে মানববন্ধন