ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন এর শিবপুর গ্রামে এক গূহবধুর লাশ উদ্ধার।
ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন এর শিবপুর গ্রামে এক গূহবধুর লাশ উদ্ধার।
মশি উদ দৌলা রুবেল ফেনী :
ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন এর শিবপুর গ্রামে এক গূহবধুর লাশ উদ্ধার।গতকাল সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন এর শিবপুর গ্রামের রুহুল আমিনের বাড়ীতে এক গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।জানা যায়,পারিবারিক ভাবে গত ৪ মাসে আগে তাদের বিয়ে হয়,পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবারের দাবী নুসরাত জাহানকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।বর্তমানে নিহতের স্বামী পলাতক রয়েছে।তাহার নাম মোঃ হাছান,পিতাঃ রহুল আমিন মাতা-পাখি আক্তার।নিহতের নামঃ নুসরাত জাহান, পিতার নাম:মোঃ নুর নবী,মাতার নাম:আয়েশা বেগম।গ্রামঃপূর্ব বিজয় সিংহ,১৩ নং ওয়ার্ড,বড়বাড়ী,ফেনী পৌরসভা,ফেনী।ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃশামসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তিনি জানান আমরা প্রাথমিকভাবে বলে ধারনা করছি আত্মহত্যা তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২




