ফেনীর সোনাগাজী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনী সোনাগাজী প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাগাজী পৌর শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা শুক্রবার রাতে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদ্রাসা শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় প্রধান মেহমান ছিলেন জামায়াতে ইসলামীর ফেনী জেলা মানবসম্পদ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ফখরুদ্দিন আহমেদ।বিশেষ মেহমান ছিলেন উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ মোস্তফা,পৌর আমির মো.কালিম উল্লাহ,সেক্রেটারি মো. মহসিন ভূঞা,শূরা কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান, পৌর অফিস সেক্রেটারি কামাল উদ্দিন,হাফেজ আহম্মদ করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হাফেজ আহম্মদ করিম, পৌর ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির আবু আহম্মদ,৭নং ওয়ার্ডের আমির গোলাম মাওলা,এই সময় উপস্থিত ছিলেন,সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান (সংগ্রাম),সহ-সভাপতি শেখ আব্দুল হান্নান(কালের কন্ঠ),সাধারন সম্পাদক জাবেদ হোসাইন মামুন(যুগান্তর),যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক (আমাদের সময়),আলমগীর হোসেন(আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক হাবীবুল ইসলাম রিয়াদ (বাংলাদেশ বুলেটিন),কোষাধ্যক্ষ মোতাহের হোসেন ইমরান(কালবেলা),প্রচার ও প্রকাশনা সম্পাদক সালাহ উদ্দিন(বাংলাদেশ সমাচার),দপ্তর সম্পাদক এস এন আফচার (ষ্টার লাইন),ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বাহার উল্লাহ বাহার(আমাদের নতুন সময়),নির্বাহী সদস্য আমজাদ হোসাইন(প্রথম আলো) হাফেজ মো. হিজবুল্লাহ(নির্ভীক),বায়োজিদ হোসেন(নয়াপয়গাম)।