ফেনীসহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।

ফেনীসহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।
মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীসহ সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু।আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়,চলবে দুপুর ১টা পর্যন্ত।ফেনী জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এবারের এসএসসি ও সমমানে ফেনী জেলার ৩৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।এতে মোট ২৯ হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর আগে ২০২৪ সালে জেলায় ২৪ হাজার ৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল।সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫ হাজার ৬০৪ জন।সূত্র জানায় পরীক্ষার্থীদের মধ্যে এবার এসএসসিতে ২২ হাজার ৫৪৯ জন,দাখিলে ৫ হাজার ৮৮৯ জন ও ভোকেশনালে ১ হাজার ১৭১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব পরীক্ষা চলবে।পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থী দের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে।প্রথমে বহুনির্বাচনি ও পরে লিখিত অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।চলতি বছর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছেন ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন শিক্ষার্থী।সুষ্ঠু,নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা আয়োজনে এরই মধ্যে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার।প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা।এই বছর দেশের ৩ হাজার ৭১৫ কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে।চলবে ১৩ মে পর্যন্ত।সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষার্থী ১৪ লাখ ৯০ হাজার ৯৩১ জন।এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৯৫৩ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৯৭৮ ছাত্রী।আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী এই বছর ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন।এর মধ্যে ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন ছাত্র এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ ছাত্রী।কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ৩৪ হাজার ৯২৮ জন ছাত্রী।এবার প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে।পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে শুধু পরীক্ষার তিন ঘণ্টা ১৪৪ ধারা জারি থাকবে।তবে কেন্দ্রভেদে এই দূরত্ব কমবেশি হতে পারে।
মশি উদ দৌলা রুবেল ফেনী
০১৮১৪৯৪৮০৬২