সারাদেশ

বীর মুক্তিযোদ্ধার দেলোয়ার হোসেন ঘুডুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মোঃ আমিনুল ইসলাম
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের কুশলনগর উত্তরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন (ঘুডু) মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে তাহার নিজ বাসভবনে তিনি মারা যান। নিলক্ষীয়া ইউনিয়নে কুশলনগর উত্তরপাড়া গ্রামে সোমবার ১০ (মার্চ) যোহর নামাজ বাদ রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন ‌।পরবর্তীতে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহম্মেদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।
এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ঘুডুকে।
গার্ড অব অনার অনুষ্ঠান ও জানাজায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ঘুডুকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ঘুডু মৃত্যুকালে স্ত্রী-দুই কন্যা ও দুই পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,