“ভাষা আন্দোলনের চেতনাকে শক্তিশালী করতে নেত্রকোণা সরকারি কলেজে ২১শে ফেব্রুয়ারি উদযাপন”

মোঃ রেজাউল ইসলাম রানা, সংবাদ প্রতিনিধি,নেত্রকোণা সদর।
আজ, ২১শে ফেব্রুয়ারি- ২০২৫ খ্রী., নেত্রকোণা সরকারি কলেজ এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়, যাতে ছাত্র-শিক্ষকসহ কলেজের সকল বিভাগের সদস্যরা অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি কলেজ শাখার ছাত্রদল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্কাউট, বিএনসিসি ও বাঁধন(স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর সদস্যবৃন্দ। দিবসটির গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, ভাষণ, কবিতা আবৃত্তি এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবু তাহের খান, অধ্যক্ষ-নেত্রকোণা সরকারি কলেজ , যিনি বাংলা ভাষা ও ভাষা আন্দোলনের ইতিহাস এবং তার গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা ও সংস্কৃতির অহংকার, এবং মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানানো প্রতিটি নাগরিকের দায়িত্ব।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা, যারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সকাল ৭:০০ টায় ফুল দিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করেন, যা অনুষ্ঠানের মর্যাদা আরও বাড়িয়ে তোলে।
আজকের অনুষ্ঠানে একদিকে যেমন ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়, তেমনি অন্যদিকে, মাতৃভাষার গুরুত্ব এবং ভাষাগত স্বাধীনতার প্রয়োজনীয়তার কথা জানানো হয়। “নেত্রকোণা সরকারি কলেজ” এই ধরনের উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা ও মাতৃভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলছে।