সারাদেশ

ভোলায় গ্যাস ট্যাবলেট সেবনে  এক নারীর মৃত্যু 

মোঃ রাফসান জানি, ভোলা
ভোলায় আমেনা (৩৪) নামের এক নারীর গ্যাস ট্যাবলেট (চালের পোকা ধ্বংস কারী বিষাক্ত ট্যাবলেট) সেবনে মৃত্যু হয়েছে বলে জানান তার পরিবার।
মৃত আমেনা ভোলার লালমোহন উপজেলার ধলিনগর ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিন এর স্ত্রী। সে তিন সন্তানের জননী।
 ঘটনাটি ঘটেছে শনিবার (২৮জুন) সকাল ১০ টার দিকে। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫ টার দিকে মৃত্যু হয় বলে জানাযায়।
তার বড় ছেলে তামজিদ জানান, মা গ্যাস্টিকের ঔষধ মনে করে , চালের পোকা ধ্বংস কারী বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করেছে। পরবর্তীতে  মা’কে লালামোহন হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য  ভোলা সদর হাসপাতাল পাঠায়।  পরবর্তীতে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু হয়। আমাদের কারো প্রতি কোন অভিযোগ নেই, ভুল করে পোকার ঔষধ সেবনে মায়ের মৃত্যু হয়েছে।
এবিষয় লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, আমেনার লাশের ময়নাতদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,