সারাদেশ

মোহাম্মদ রাশেদের সুস্থতায় হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া মাহফিল অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি:
রিলায়েন্স শিপিং এন্ড লজিস্টিকের চেয়ারম্যান ও হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের সম্মানিত আজীবন দাতা সদস্য মোহাম্মদ রাশেদ’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(৩জুলাই) বিকেলে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের আয়োজনে হাটহাজারী নোমানিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে সংগঠনের সভাপতি মো. আসলাম পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় বাদে আছর দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ছিপাতলী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আল্লামা গাজী শফিউল আলম নিজামী। মোনাজাতে সংগঠনের প্রাথমিক সদস্য অসুস্থ মো. মুরসালিন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া করা হয়। সংগঠনের সহ-সভাপতি জাহেদ মঞ্জু, অর্থ সম্পাদক মো. আবুল মনছুর, সহ সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, পৌর আমীর মাহমুদুল করিম, জেলা ক্রীড়াবিদ আসলাম মোরশেদ, মাওলানা ছালেহ আহমদ, সংগঠনের দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. আবু নোমান, প্রচার সম্পাদক মো. ওসমান গনি, সিনিয়র সদস্য মোহাম্মদ জামসেদ, প্রবাসী সদস্য মো. ইরফানুল ইসলাম, প্রাথমিক সদস্য মো. আবিদুল ইসলাম, মো. মহিউদ্দিন উপস্থিত ছিলেন। এ ছাড়া সংগঠনের অন্যান্য ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, নির্বাহী সদস্য শ্যমল নাথ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহুরী, প্রাথমিক সদস্য নয়ন চৌধুরী বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে তাদের রোগমুক্তিতে প্রার্থনা করেন। এ ছাড়া সংগঠনের প্রবাসে অবস্থানরত সদস্যরা সংগঠনের আজীবন সদস্য মো. রাশেদ ও প্রাথমিক সদস্য মো. মুরসালিনের সুস্থতা কামনায় দোয়া করেছেন বলে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,