যেখানেই কোনো মানুষ বিপদে পড়েছে সেখানেই ছুটে গিয়েছি- লায়ন হারুনুর রশীদ
মোঃ সোহেল রানা :
সাবেক এমপি লায়ন হারুনুর রশীদ বলেছেন, যেখানেই কোনো মানুষ বিপদে পড়েছে সেখানেই ছুটে গিয়েছি। হঠাৎ করেই কোনো মানুষ অসুস্থ হলে সমাজকর্মী বা দলীয় কর্মী যেই হোক সবার পাশে দাঁড়িয়েছি।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে ফরিদগঞ্জের সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের গাজী বাড়িতে নৃশংস ভাবে খুনের শিকার হওয়া বাবু গাজীর বাড়িতে তার পরিবারের সদস্যদের খোঁজখবর ও সহযোগীতা করতে গেলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সর্বশেষ সুস্থ ভোটে আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। তারপর দীর্ঘ সময় কেটেগেলেও জনগণ গত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি।
ফলে যেখানে যাই সেখানেই তারা আমাকে এখনো তাদের এমপি বলে অভিহিত করে। জনগণের কাছ থেকে এর থেকে বড়ো পাওয়া আর কী হতে পারে। কবর জিয়ারত করে তাদের কল্যাণের জন্য দোয়া করেছি। কয়েকদিন আগে ফরিদগঞ্জের বড়গাঁও গ্রামে বাবু গাজী খুনের যেই নৃশংস ঘটনা ঘটেছে তা মেনে নেয়া যায় না। তাদের দুরাবস্থা দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল। তাদেরকে শান্তনা দেয়ার ভাষা নেই। তাদের পাশে থাকার কথা বলেছি। আহতের চিকিৎসা খরচ বাবদ, সদ্য বিধবা বাবু গাজী স্ত্রীকে, তার শিশু সন্তানকে এবং বাবু গাজীর অসুস্থ মাকে আর্থিক সহায়তা দিয়ে তাদের কিছুটা সাহায্য করার চেষ্টা করেছি। একই সাথে আমাদের ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি, তাদের সার্বক্ষনিক খোঁজ রাখার জন্য। আগামী দিনেও তাদের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পা;ক সেলিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, সদস্য বাবুল গাজী, বিএনপি নেতা আ: জলিল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্মআহ্বায়ক সেলিম রাঢ়ী, হারুণ পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, উপজেলা ছাত্রদলের তারেক হোসেন, মনির হোসেন, মোহাম্মদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
লায়ন হারুনুর রশীদ ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক।

