সারাদেশ

লক্ষ্মীপুরের নিখোঁজের এক দিন পর ডোবা থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর ডোবা থেকে মোঃ হারুন (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বামনী ইউপির পুর্ব সাগরদি গ্রামের জবেদ আলী চৌকিদার বাড়ীর সুপারী বাগানে ডোবায় লাশটি পাওয়া যায়।

মারা যাওয়া ব্যক্তি মোঃ হারুন একই গ্রামের আতরেজ্জামানের ছেলে। গত সোমবার (২১ জুলাই) সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি হারুন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাননি পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকাল ১১টায় পুর্ব সাগরদি গ্রামের জবেদ আলী চৌকিদার বাড়ীর সুপারি বাগানের ডোবার পানিতে একজনের লাশ ভাসতে দেখেন গ্রামবাসী। পরে তাঁরা অন্যদের জানালে লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ও পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করেন। তাঁর শরীরে কমলা রংয়ের টিশার্ট ও লুঙ্গি পড়া ছিল। তবে তাঁর মুঠোফোন পাওয়া যায়নি। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

নিহত হারুনের ছেলে আবদুর রহিম বলেন, সোমবার সকালে বাবা বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকালে তাদের বাড়ীর পাশে সুপারি বাগানের ডোবায় লাশ পাওয়া যায়। তিনি দীর্ঘদিন অসুস্থ্য, হতাশা নিয়ে মারা যান বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক একই বাড়ীর কয়েকজন জানান, গত চারদিন আগে হারুনকে মারধর করেন তার ছেলে ও বউ। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আসল তথ্য বের হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভুইয়া বলেন, ঘটনাস্থলে লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ চলছে। পরে এ বিষয়ে জানানো হবে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,