শিক্ষাঙ্গন

সাজিদ হত্যার বিচার ও ২৪ দফা দাবি বাস্তবায়নে ইবিতে মানববন্ধন

মোঃ মিজানুর রহমান, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ হত্যার তদন্ত ও বিচার অতিদ্রুত নিশ্চিত করতে এবং ২৪ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রশিবির। 

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

মানববন্ধনে তাদের “প্রশাসনের প্রহসন, মানি না মানবো না; বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই; আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে; তোমার আমার অধিকার, নিরাপদ ক্যাম্পাস” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এসময় বক্তারা বলেন, প্রশাসন এপর্যন্ত সাজিদ হত্যার বিচারের অনেক আশ্বাস দিয়েছে। কিন্তু দুই মাস হয়ে গেলেও আমারা কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি। এ প্রশাসন মাইক হাতে পেলেই সব দাবি দাওয়া পূরণের আশ্বাস দেয়। কিন্তু কাজের কাজ কিছুই করতে পারে না।

 

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি ইউসুব আলী বলেন, সাজিদ হত্যার তদন্তভার কোনো সংস্থার হাতে হস্তান্তর করা হয়নি। মামলাটি এখনো হেডকোয়ার্টারে ঝুলিয়ে রাখা হয়েছে। কোন শক্তির কারণে এই মামলাটি এখনো তদন্তকারী সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি এটা আমারা জানতে চাই। ছাত্র সমাজ জানতে চায় কেন তারা এখনো কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছে না।

 

তিনি আরো বলেন, যুগোপযোগী একটি নিরাপদ ক্যাম্পাস করার দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ দফা সম্বলিত ১১০ প্রস্তাবনা দিয়ছিলাম। এর কিছু কিছু প্রস্তাবনা তারা গ্রহন করে বাস্তবায়ন করলেও সিংহভাগ শিক্ষার্থীবান্ধব প্রস্তাবনের এখনো বাস্তবায়ন লক্ষ্য করছি না।

 

প্রসঙ্গত, ২০২৪ সালের ৩০ নভেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর ২৪ দফা দাবি উপস্থাপন করে ইবি শাখা ছাত্রশিবির। এতে মোট ১১০ টি প্রস্তাবনা উল্লেখ করে সংগঠনটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর