সারাদেশ

সাতক্ষীরায় মধু চাষে অবৈধভাবে চিনি মিশ্রণ,৫০ হাজার টাকা জরিমানা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার শ্যামনগরে বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহারের অভিযোগে এক মৌচাষীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ সরদার বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মোবাইল কোর্ট পরিচালনা করে মৌচাষী গোলাম মোস্তফা সরদার (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ ইউনিয়নের সরদার বাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধ উপায়ে চিনি ব্যবহারের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী মৌচাষী গোলাম মোস্তফা সরদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত। এসময় বন বিভাগের প্রতিনিধি ও শ্যামনগর থানার পুলিশ সদস্যগণ মোবাইল কোর্টকে সহায়তা করেন।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বক্স পদ্ধতিতে মধু চাষে অবৈধভাবে চিনি ব্যবহার করে ক্রেতাদের সাথে প্রতারণা করে আসছিলেন ওই মৌচাষী। তাকে ৫০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,