সারাদেশ

সাহিত্যে উজ্জ্বল তারকা তরুণ প্রজন্মের লেখক শাম্মী তুলতুল।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
বাংলাদেশের লেখালেখির শীর্ষে যে কজন সাহিত্যিক আছেন তার মধ্যে অন্যতম চট্টগ্রামের মেয়ে তরুণ লেখক শাম্মী তুলতুল।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই।এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন শাম্মী তুলতুল।তাকে দুই বাংলার জনপ্রিয়  লেখকও বলা হয়ে থাকে।লিখছেন জার্মানি,সিংগাপুর, অস্ট্রেলিয়ার বাংলা পত্রিকাতে।পড়ালেখায় চরম ফাঁকিবাজ ছিলেন টিচার এলে নানা ওজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে  দেশ সেরা কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় কথাসাহিত্যিক।একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা।এই পর্যন্ত শাম্মী তুলতুল এর লিখা বইয়ের সংখ্যা ১৬ টি।ভারতে প্রকাশিত হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই নরকে আলিঙ্গন।বইটি পুরা ভারত জুড়ে ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে।স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই।একে একে লিখেছেন মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা,বাল্যবিবাহের ওপর লিখিত এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে।লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার।শিশু-কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল।বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখছেন প্রচুর বই।বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কম,প্রথম আলোর অনলাইন ওয়েবসাইট প্রথমা ডট কম,দারাজ ডট কমে।জনপ্রিয় ই বুক বইঘরে তার বই যেকোন প্রান্তে থেকে তার পাঠকরা পড়তে পারবেন।তিনি রেডিওতে অনুষ্ঠান পরিচালনা করে থাকেন এবং সংবাদ পাঠিকাও একজন।তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দীপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়।তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া  চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন।তিনি বলেন,বেগম রোকেয়া আমাদের আইডল।তাঁর চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত।চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অংঙ্গনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,