রাজনীতি

হলতা গুলিশাখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারির স্বেচ্ছায় পদত্যাগ

ঢাকা ক্যানভাস প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. জাকির হোসাইন স্বেচ্ছায় তার দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
দীর্ঘ সময় ধরে, প্রায় ২০১৭ সাল থেকে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে ইউনিয়ন সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছিলেন। সম্প্রতি শারীরিক অসুস্থতাজনিত কারণ উল্লেখ করে তিনি উপজেলা আমীর বরাবরে লিখিত আবেদনের মাধ্যমে দায়িত্ব থেকে অব্যাহতি চান।
তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা সংগঠন আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগ গ্রহণ করে।
এ বিষয়ে জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা সেক্রেটারি গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতার কারণে মাওলানা মো. জাকির হোসাইনের অব্যাহতির আবেদন সংগঠন আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। একই সঙ্গে শূন্য পদে মো. খাইরুল আলমকে হলতা গুলিশাখালী ইউনিয়ন জামায়াতের নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এদিকে মাওলানা মো. জাকির হোসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শারীরিক ও বাস্তব কিছু সীমাবদ্ধতার কারণে আগের মতো দায়িত্ব সুচারুরূপে পালন করা সম্ভব হচ্ছে না। সংগঠনের বৃহত্তর স্বার্থেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি ভবিষ্যতেও জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ