সারাদেশ

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নওগাঁ প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার (১লা জানুয়ারি) আত্রাই থানা ছাত্রদলের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করা হয়। সকাল ৯ টায় দলীয় পতাকা উত্তোলন, ১২ টায় সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে  আত্রাই থানা ছাত্রদলের আহ্বায়ক মো.শাকিল হোসেনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আদর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও থানা বিএনপির সভাপতি  আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
আরও উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক মো.তছলিম উদ্দিন, সাবেক আহ্বায়ক ও বিএনপি নেতা আলহাজ্ব মো.আব্দুল জলিল চকলেট,আব্দুল মান্নান সরদার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, মো.কামরুল হাসান সাগর।
থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, আশরাফুল ইসলাম লিটন,পারভেজ ইকবাল।ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার সরদার সৌরভ,পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো.আজাদ , সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.লিয়াকত আলী বাবু সহ থানা ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং