সারাদেশ

কুবির সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ‘ভাষার দুই অক্ষ- রূপক ও লক্ষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় ‘ভাষার দুই অক্ষ- রূপক ও লক্ষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে সেমিনারটি শুরু হয়ে বিকেলে আড়াইটায় শেষ হয়েছে।

আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর অধ্যাপক ড. সলিমুল্লাহ খান।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

প্রধান আলোচক অধ্যাপক ড. সলিমুল্লাহ খান ভাষার উৎপত্তি, অর্থের পরিবর্তন, ব্যবহার এবং প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

আলোচনার এক পর্যায়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সকল আওয়াজই ভাষা নয়, অর্থপূর্ণ আওয়াজকেই ভাষা বলা হয়৷ ভাষা হচ্ছে সেই আওয়াজ যা অর্থ উৎপাদন করে। নিজের ভাষা যারা জানছে না, বিদেশি ভাষা শিখছে, তাদের শক্তি বৃদ্ধিকরণ হচ্ছে না, গোলামীকরণ হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের বর্তমান সাংবাদিক ভাইদের প্রধান দোষ আমি যেটা লক্ষ্য করি সেটা হলো ‘তারা বাক্য লিখতে পারে না’। কোথায় প্রশ্নবোধক চিহ্ন দিবে, কোথায় বিস্ময়সূচক চিহ্ন দিবে ঠিক করতে পারছে না এবং আরেকটা জিনিস হচ্ছে তারা অতিরিক্ত শব্দ ব্যবহার করে।’

প্রধান অতিথির বক্তব্যের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘সলিমুল্লাহ খানের কথায় আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে। পৃথিবীতে দুই ধরনের অক্ষ আছে, একটি অর্থবহন করে আর অন্যটি উচ্চারণ বহন করে। আর যারা অর্থবহন করার সেই অক্ষগুলো বের করেছে, তারা বেশি জ্ঞানী। বর্তমান যুগে এই ভাষার অক্ষগুলো বুঝা অনেক গুরুত্বপূর্ণ।’

বিশেষ অতিথি মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘জ্ঞান একটা লেভেলে গিয়ে আলোকবর্তিকায় পরিণত হয়। আর আজকের প্রধান আলোচক সলিমুল্লাহ খান স্যার নিজেকে ঐ পর্যায়ে নিয়ে গিয়েছেন। আমাদেরও উচিত ঐ পর্যায়ে আমাদের জ্ঞান নিয়ে যাওয়ার চেষ্টা করা। সংস্কৃতির জন্য ভাষা অনেক গুরুত্বপূর্ণ উপাদান, আমি চাই এই উপাদানের চর্চা হোক।’

মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘আমাদের জুলাই-আগস্টের যে অভ্যুত্থান ছিলো, সেখানে সলিমুল্লাহ স্যার ছিলো একজন স্পোক পার্সন, তাঁর কথা আমরা সেসময় শুনেছি, তিনি আমাদের জন্য সেসময় আলোর বাতি হিসেবে কাজ করেছেন৷ কিন্তু এরকম বাতি একটা থাকলে হবে না, তোমাদের থেকে সলিমুল্লাহ স্যারের মতো লক্ষ লক্ষ বাতি তৈরি হতে হবে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে তোমরা বারবার দেশের হাল ধরবে।’

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং