কেরানীগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার গয়েশ্বর চন্দ্র রায়ের
ঢাকা জেলা দক্ষিণ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “কেরানীগঞ্জের মাটি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতি মুক্ত থাকবে। আমরা এই কেরানীগঞ্জকে একটি সুন্দর ও উন্নত অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই।”
রবিবার (১৭ নভেম্বর) বিকেলে জিঞ্জিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক সমাবেশে তিনি এ কথা বলেন
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ শাসনামলে মাদক ও দুর্নীতির রাজত্ব কায়েম ছিল। স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের চাপে দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু খালেদা জিয়া কখনো দেশ ছেড়ে পালাননি।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুন রায় চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ছাত্রনেতা পরাগ আহমেদ, জিঞ্জিরা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নেসার উদ্দিন, দক্ষিণ থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ সয়েল আহমেদ, সাবেক ছাত্রদল নেতা শারাফাত আহমেদ, জিঞ্জিরা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম জুনু, এবং জিঞ্জিরা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন।