রাজনীতি

কেরানীগঞ্জে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত।

কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের উদ্যোগে ১ জানুয়ারি ২০২৫, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজিত হয়।

র‌্যালিটি আটি বাজার সংলগ্ন জয়নগর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি তার বক্তব্যে বলেন, “ছাত্রদল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিচ্ছেদ্য অংশ। এই সংগঠনের ত্যাগ এবং সংগ্রামই আমাদের দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে শক্তি যোগাবে।”

র‌্যালিতে কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্রদল কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। নেতৃবৃন্দ ছাত্রদলের ঐতিহ্য, গণতন্ত্র পুনরুদ্ধারে এর ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

আয়োজকরা জানান, ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আয়োজিত এই র‌্যালি তরুণ প্রজন্মের মধ্যে ছাত্রদলের প্রতি আগ্রহ এবং সমর্থনকে আরও জোরদার করবে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজিত এই র‌্যালি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। ছাত্রদলের এই উদ্যোগ তাদের ঐতিহ্যবাহী ভূমিকার প্রতি মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ।

You may also like

রাজনীতি

সংস্কার করতে সময় যত বেশি যাবে, সমস্যা তত বেশি হবে: মির্জা ফখরুল

একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে যেসব সংস্কার করা প্রয়োজন, তা দ্রুত করার তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি সারাদেশ

এবার প্রকাশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি ও সেক্রেটারি।

খন্দকার মহিবুল হক, কুমিল্লা। এবার প্রকাশ্যে আসলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সেক্রেটারি। শিবিরের আয়োজনে নবীন বরণ