ক্ষমতায় গেলে সেবক পরিচয় দেবে জামায়াত: রফিকুল ইসলাম

জুয়েল রানা, সিরাজগঞ্জে জেলা প্রতিনিধি:
দেশ পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত জনগণের সেবক হবে বলে মন্তব্য করেছেন দলের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম খান।
তিনি বলেন, আমরা সহযোগিতা ও সমর্থনের জন্য জনগণের দুয়ারে দুয়ারে যাবো। আল্লাহ যদি ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে মালিক হব না, এ দেশের সেবক হব। যারা অতীতে মালিক হয়েছেন তাদের পরিণতি চোখের সামনে দেখতে পেয়েছি। দূর অতীতেও দেখেছি, নিকট অতীতেও দেখেছি। এ থেকে সবার শিক্ষা নেওয়া উচিত।শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের সলঙ্গা থানা মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনে সলঙ্গা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। সম্মেলনে ৩৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।
এতে আনিছুর রহমান সভাপতি ও আল-আমিন মন্ডল পুনরায় সেক্রেটারি নির্বাচিত হন।জামায়াতের এ নেতা বলেন, ফ্যাসিবাদকে মুক্ত করতে জুলাই আগস্টের আন্দোলনে এ দেশের শ্রমিকরাও জীবন দিয়েছে। অতীতে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে শ্রমিকদের ব্যবহার করা হয়েছে। আমরা তা করতে চাই না। আমরা শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে চাই। ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে হলে অবশ্যই শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। ইসলামী শাসন ছাড়া ইনসাফপূর্ণ সমাজ কায়েম হবে না।
বিগত সরকারের তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোটের অধিকার হরণ ও গণতন্ত্রকে ভুলণ্ঠিত করা হয়েছে। দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করা হয়েছিল। আর এ জন্যই শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে।