চম্পকনগর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার নতুন উদ্যোমে চালু করতে মতবিনিময়।

মশি উদ দৌলা রুবেল ফেনী:
ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগার নতুন উদ্যোমে চালু করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশে ইসলামী ব্যাংক ব্যবস্থার রুপকার মরহুম মুহাম্মদ ইউনুছ সাহেবের প্রতিষ্ঠিত চম্পকনগর ইসলামী সমাজ কল্যাণ পাঠাগারের কার্যক্রম নতুন উদ্যোমে শুরু করার প্রয়াসে এক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিল্পদ্যোক্তা রাশেদুল হাসান রানা।মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল কালাম মজুমদার।বক্তব্য রাখেন,আবদুল মোতালেব,মাষ্টার হাবিবুর রহমান,হারুনুর রশিদ,খুরশীদ আলম মেম্বার,বেলাল হোসেন,আবুল বাশার,মাওলানা আবুল হোসেন,মাষ্টার আলাউদ্দিন,আলীনুর রহমান শিমুল।সভায় বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সকলের মতামতের ভিত্তিতে বৈঠকে নিন্মোক্ত বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।আগামী ১লা জানুয়ারী থেকে পাঠাগার নিয়মিত খোলা থাকবে।১লা জানুয়ারী ২০২৫ থেকে আবার পাঠাগারে পত্রিকা চালু হবে।পাঠাগার নতুন স্থানে শিফট করার প্রস্তাব গৃহীত হয়,আপাতত বর্তমান স্থানে কার্যক্রম চলবে।জানুয়ারী ২০২৫ এর মধ্যে পাঠাগারের নতুন উপদেষ্টা কমিটি এবং কার্যকরী কমিটি গঠন করা হবে।সভায় নতুন প্রজন্মের কাছে মরহুম মুহাম্মদ ইউনুছ এর জীবন ও কর্ম তুলে ধরার সিদ্ধান্ত গৃহীত হয়।