সারাদেশ

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে রপ্তানি স্বাভাবিক, ইমগ্রেশনে যাত্রী যাতায়াতও বেড়েছে

জায়েদ আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে। ইমিগ্রেশনেও দুই দেশের যাত্রী ভ্রমন বেড়েছে। চট্রগ্রামে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশের গ্রেফতারের পর ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরের মনু শুল্ক স্টেশন এলাকায় ত্রিপুরার ইসকন কর্মী ও সমর্তকদের প্রতিবাদ ও বিক্ষোরেভ গত ২৭ নভেম্বর থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল। ত্রিপুরা ও বাংলাদেশের ব্যবসায়ী, শুল্ক বিভাগ ও প্রশানের আলোচনার পর ২১ দিন পর গত ১৭ ডিসেম্বর থেকে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ত্রিপুরায় বাংলাদেশী মাছ রপ্তানি শুরু হয়। এরপর প্রতিদিনই এ পথে ভারতকে বাংলাদেশী মাছ, বিভিন্ন কোম্পানী সিমেন্ট, প্লাস্টিক সামগ্রীর মাধ্যমে রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

রোববার (২৯ডিসেম্বর) দুপুরে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন এলাকা ঘুরে রপ্তানি কার্যক্রম ও যাত্রী যাতায়াত স্বাভাবিক দেখা যায়।

বাংলাদেশী আমদানি রপ্তানিকারক জসিম উদ্দীন ও রুবেল আহমদ জানান, ‌‘এখন রপ্তানি কার্যক্রম স্বাভাবিক। গত বুধবার তাদের ৮টি ট্রাকে দেড় কোটি টাকা মূল্যের বাংলাদেশী মাছ ত্রিপুরার কৈলাশহর গেছে। একই সাথে বাংলাদেশী আর কে কোম্পানীর ৩ লক্ষ টাকা মূল্যের প্লাস্টিক সামগ্রী কৈলাশহর গেছে।

তারা আরও বলেন, ভারতের পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্য বেশীর ভাগ বাংলাদেশী মাছ, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রীসহ আরও কিছু পণ্যের উপর নির্ভর শীল। সাম্প্রতিক ইসকন নেতাকর্মী ও সমর্থকদের আন্দোলনে রপ্তানি বন্ধ থাকায় ভারতীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের বেশী ক্ষতি হয়েছে। এ বিষয়টি বুঝে আবারও রপ্তানি কার্যক্রম চালু হলো।’

চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের শ্রমিক সর্দার আলমগীর হোসেন বলেন, ‘গত ২১ দিন আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় চাতলাপুর স্থল শুল্ক স্টেশন ও ভারতের মনু স্থল শুল্ক স্টেশনের শ্রমিকদের অনেক ক্ষতি হয়েছে। এখন আবার সবকিছু স্বাভাবিক হওয়ায় আমাদের জন্য উপকার হয়েছে।’

চাতলাপুর ইমিগ্রশন দিয়ে বাংলাদেশে আসা ভারতীয় যাত্রী জেসমিন আক্তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশে আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছেন। তবে ভারতের চেক পয়েন্ট অতিক্রমের আগে ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ অতিরিক্ত চেকআপ করে। এ নিয়ে যাত্রীদের মাঝে ভয় কাজ করে। অপরদিকে বাংলাদেশের বিজিবি চেক পয়েন্ট ও শুল্ক অফিসে ভিসাধারী যাত্রীদের সাথে খুবিই আন্তরিক আচরণ করে।’

এ বিষয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ‘কিছু দিন রপ্তানি বন্ধ থাকার পর এখন আবার এ শুল্ক স্টেশন কর্ম চঞ্চল হয়েছে। এখন ত্রিপুরায় ইলিশ ব্যতীত বাংলাদেশী বিভিন্ন জাতের মাছ, বিভিন্ন কোম্পানীর সিমেন্ট ও প্লাস্টিক সামগ্রী রপ্তানি হচ্ছে। এ ইমিগ্রেশন দিয়ে ভারতে যাত্রী যাতায়াত স্বাভাবিক হয়েছে।

চাতলাপুর ইমেগ্রশন কর্মকর্তা পরিমল দে যাত্রী যাতায়াত স্বাভাবিক উল্লেখ্য করে বলেন, ‘যাত্রী যাতায়াত আগের চেয়ে অনেক কম। বাংলাদেশী যাত্রীদের ভারতীয় ভিসা প্রদান বন্ধ থাকার কারনে। যাদের আগের পাসপোর্টে ভিসা ছিল তারা ও ভারতীদের যাদের বাংলাদেশী ভিসা আছে তারা যাতায়াত করছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং