সারাদেশ

চিরিরবন্দরে ২দিনব্যাপি ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনাসভা অনুষ্ঠিত।

এনামুল মবিন(সবুজ)
জেলা প্রতিনিধি দিনাজপুর.

দিনাজপুর চিরিরবন্দরে ২দিনব্যাপি ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম -পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩০ ডিসেম্বর)বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন) আয়োজনে কর্ম-পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরা।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানার সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৌভিক রায়, গেইনের পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল করিম, পুষ্টি কন্সালটেন্ট সহযোগী মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি, পুষ্টি কমিটির ইউপি সদস্য, স্বাস্থ্য সহকারি, ঈমাম, পুরোহিত, নারী উদ্যোক্তা, সমবায়ী সদস্য, বাজার কমিটির সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত ২৯ ডিসেম্বর উপজেলার ৬টি ইউনিয়ন ও গতকাল ৩০ ডিসেম্বর ৬টি ইউনিয়নের বার্ষিক পুষ্টি কর্ম-পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং