সারাদেশ

চৌগাছার গল্পকুঠির রেষ্টুরেন্ট অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করলেন প্রশাসন

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছার বহুল আলোচিত গল্পকুঠির রেস্টুরেন্টে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন। বুধবার দুপুরে পুরাতন সোনালী ব্যাংক ভবনে গড়ে উঠা আলোচিত এই রেস্টুরেন্টে অভিযান চালান প্রশাসন। এ সময় গল্প কুঠিরের ভিতরে প্রবেশ করে প্রশাসনের সকলের চোখ ছানাবড়া। তারা দেখতে পান প্রতিটি আসনে জোড়ায় জোড়ায় স্কুল কলেজের শিক্ষার্থীরা বসে আছে। এরমধ্যে চৌগাছার একটি কলেজের শিক্ষার্থীর সংখ্যায় ছিলো বেশি। রেস্টুরেন্টে উপস্থিত সকল শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন প্রশাসন। আর রেস্টুরেন্ট মালিক আরিফ হোসেনকে সতর্ক করার পাশাপাশি ওই রেস্টুরেন্ট অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ করেন প্রশাসন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) কামাল হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচিত গল্পকুঠির রেস্টুরেন্টে দীর্ঘদিন ঘরে এ ধরনের কর্মকান্ড চলে আসছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। প্রশাসন মাঝে মাঝে অভিযান পরিচালনা করেন এবং সতর্ক করেন। কিন্তু সুচতুর রেস্টুরেন্ট মালিক পুনরায় সেই ব্যবসা রমরমা ভাবে শুরু করেন। জনশ্রুতি আছে রেস্টুরেন্ট মালিক স্কুল কলেজের ছেলে মেয়েদের ঘন্টার পর ঘন্টা কথা বলার জন্য সুযোগ করে দিয়ে তাদের নিকট হতে নির্দিষ্ট একটি টাকা নেয়। এতে তার বেচা বিক্রি না হলেও কোন সমস্যা হয় না।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং