সারাদেশ

ছড়া দখল করে তৈরী করা দেয়াল গুড়িয়ে দিল উপজেলা প্রশাসন

হাটহাজারী প্রতিনিধিঃ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযানে ছড়ার অংশ দখলে নিতে মো.আবছার নামে এক ব্যক্তির তৈরী করা গাইডওয়াল গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়নে সরকারহাট বাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি লুৎফুর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

জানা যায়, ওই ইউপির সরকারহাট বাজারের দক্ষিণ পাশ দিয়ে পূর্বদিকে চলে যাওয়া মরাছড়ার অংশ দখলে নিয়ে দোকান নির্মাণ করতে ওই এলাকার মো.আবছার গত কয়েকমাস ধরে কৌশলে নিয়ম বহির্ভূত ভাবে গাইডওয়াল নির্মাণের পর তা ভরাট করে ওই ছড়ার রুপ পরিবর্তন করে ফেলেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে খবরের সত্যতা পান। পরে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধভাবে গড়ে তোলা ওয়ালটি ভেঙ্গে গুড়িয়ে দেন। অভিযান পরিচালনার সময় ভূমি অফিসের কর্মকর্তাগণ ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সাথে থেকে সহযোগিতা করেন।

অভিযানে নেতৃত্বদানকারী ভ্রাম্যমান আদালদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি লুৎফর নাহার শারমিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনস্বার্থে পরিবেশ ভারসাম্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারী সম্পদ অবৈধভাবে দখল করার কোনো সুযোগ নাই বলেও জানান তিনি।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং