Uncategorized সারাদেশ

জামালপুরে বেসরকারি হাসপাতাল ভাংচুর ঘটনায় মানববন্ধন

প্রতিনিধি
জামালপুর

জামালপুর শহরের সর্দারপাড়াস্থ বেসরকারি হাসপাতাল এম এ রশিদে ভাংচুর ঘটনায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

আজ(শনিবার)বেলা ১১টার দিকে শহরের বকুল তলায় এ কর্মসুচির আয়োজন করেন জামালপুর বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতি জামালপুর জেলা।

মানববন্ধনে বক্তব্য প্রদান করেন,এম এ রশিদ হাসপাতালের পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ডা.মিজানুর রহমান,জামালপুর বেসরকারি ডায়াগনস্টিক ক্লিনিক মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে বাপ্পী,শাহ জামাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালা আশরাফুল ইসলাম বুলবুল ও বড়পীর হযরত আব্দুল কাদের জিলানী(রঃ) হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান সোহেল প্রমুখ।

তারা অভিযোগ করে বলেন,হাসপাতাল বন্ধ করতে একদল দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে হাপাতাল মেইন ফটকের দরজা,জানালাসহ আসবাবপত্র ভাংচুর করে দশ লক্ষ টাকার ক্ষতি সাধন করে তারা।ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অতিদ্রুত আইনের আওতায় না আনলে জামালপুর জেলায় সব ধরনের বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়ার ঘোষনা দেন।

এ সময় জামালপুর সদর থানার ওসি ফয়সল মো.আতিক অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার কথা বলেন।।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected