জামালপুর পৌরসভার অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ শুরু

প্রতিনিধি
জামালপুর
জামালপুর শহরে অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান শুরু করেছে জামালপুর পৌরসভা।
আজ(মঙ্গলবার) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এ অভিযানে প্রায় দু’শতাধিক অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।
শহরের ফৌজদারি মোড় সংলগ্ন, তামালতলা মোড়,দয়াময়ি মোড় হয়ে স্টেশন রোড় গেইট পাড় পর্যন্ত এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন পৌরসভার সচিব মো: হাফিজুর রহমান।
জানা যায়, জামালপুর শহরের যত্রতত্র বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত ব্যানার-ফেস্টুন ও সাইনবোর্ডে ছেয়ে গেছে। আর পৌরসভার অনুমোদন না নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অবৈধভাবে ব্যানার-ফেস্টুন রাস্তার দু’ধারে বা উপরে বিদ্যুতের খুঁটিতে ঝুঁকিপূর্ণভাবে টাঙিয়ে শহরের সৌন্দর্যই কেবল বিনষ্ট করছে না, পৌরসভার বিপুল পরিমাণ রাজস্বও ফাঁকি দিচ্ছে।
দীর্ঘদিন পর মঙ্গলবার এসব অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণে অভিযানে নামে পৌরসভা।
এ অভিযানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কোচিং সেন্টার, স্কুল-কলেজের প্রায় দু’শতাধিক অবৈধ ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।
পরে বিকেল সাড়ে ৫টার দিকে পৌরসভার এলাকায় ব্রক্ষপুত্র নদের পাড়ে এসব অবৈধ ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা হয়।
জামালপুর পৌরসভার সচিব মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, আজ ২১ জানুয়ারী থেকে২৬ জানুয়ারী পর্যন্ত মোট পাঁচ দিন এ অভিযান অব্যাহত থাকবে।এ বিষয়ে জনসাধারণকে সচেতন হওয়ারও পরামর্শ দেন তিনি।।