সারাদেশ

দৈনিক জনবাণীর সম্পাদকের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত

হাটহাজারী প্রতিনিধি:
দৈনিক জনবাণী পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করেছেন হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাটহাজারী পৌরসভাধীন সংগঠনের কার্যালয়ে সংগঠনের সভাপতি আসলাম পারভেজ এর সভাপতিত্বে ও দৈনিক জনবাণী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক এম ওসমান গনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহূরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমূখ।
এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ। তাদের জাতির বিবেক বলা হয় অথচ সত্য প্রকাশ করতে গিয়ে তাদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। মিথ্যা মামলা থেকেও নিস্তার পাচ্ছেন না সাংবাদিকরা। এসময় দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন নেতৃবৃন্দরা।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং